ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ভেজাল পল্ট্রিখাদ্য কারখানা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
হাজারীবাগে ভেজাল পল্ট্রিখাদ্য কারখানা, গ্রেফতার ৪ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় ভেজাল পল্ট্রি খাদ্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গ্রেফতার করা হয় চার ব্যক্তিকে।



শুক্রবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।

তিনি জানান, গোপন খবরে জানা যায়, হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউচর এলাকায় ভেজাল পল্ট্রি খাবার উৎপাদনের কারখানা রয়েছে। পরে ওই এলাকার লাইফ কেয়ার হাসপাতালের কাছে পানির পাম্পের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে ৫০ হাজার কেজি ভেজাল ও ক্ষতিকর পল্ট্রি খাবার জব্দ করা হয়।

এই খাবার হাঁস, মুরগি, মাছ প্রভৃতিকে খাওয়ানোর জন্য বিক্রি করা হয়। ক্ষতিকর খাবার খাওয়া এসব হাঁস-মুরগি খেলে মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের মরণব্যাধির উৎপত্তি হয়। ফলে এগুলো খুবই ক্ষতিকর।

তিনি আরও জানান, এসব খাদ্য প্রস্তুতে জড়িত থাকার দায়ে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের নাম-পরিচয় জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।