রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় নাদিরা বেগম (৪৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মালসিরা গ্রামের নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নিহত নাদিরা বেগমের মেয়েজামাই আলমগীর হোসেন পুলিশকে জানান, শুক্রবার চৌবাড়িয়া হাটে তিনি ব্যবসার কাজে আসেন। সেখান থেকে তিনি তার শাশুড়িকে দেখতে মালসিরা গ্রামে গিয়েছিলেন।
সেখানে গিয়ে তিনি তার শাশুড়ি নাদিরা বেগমের ঘরে ঢুকে দেখেন টেলিভিশন চলছে। পাশের ঘরে গিয়ে দেখেন, নাদিরা বেগমের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। ঘটনাটি দেখে তিনি আশেপাশের লোকজনদের ডাকেন। পরে লাশ উদ্ধারের জন্য থানায় খবর দেন।
আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, তার শাশুড়ি স্বামী পরিত্যক্তা ছিলেন। ওই বাড়িতে তিনি দীর্ঘদিন থেকে একাই থাকতেন। এ নিয়ে কখনও কোনো সমস্যা হয়েছে বলে তিনি তার স্ত্রী বা শাশুড়ির কাছ থেকে অভিযোগ পাননি। ঘটনাটি রহস্যজনক।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, পুলিশ যখন গলাকাটা লাশটি উদ্ধার করে তখন গলার সঙ্গে একটি ব্লেড লেগে ছিল। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলের মধ্যেই মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫