ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আটক ১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া মোড়ে ট্রাক্টরের ধাক্কায় শুভ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।



শুভ সৈয়দপুর শহরের আমিন মোড়ের বেলতলা মহল্লার নাদিম আহমেদের ছেলে ও বাঁশবাড়ি আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ট্রাক্টর চালক সাদেকুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সাদেকুল বোতলাগাড়ি ইউনিয়নের জানেরপাড় গ্রামের মন্টু মিয়ার ছেলে।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে শুভ তার মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া মোড়ে এলে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মা শাবানা ও শিশুটি গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।