নোয়াখালী: নোয়াখালী আইনজীবী সমিতির বার্ষিক নিবার্চনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশি সংখ্যক পদে বিএনপি সমর্থিত আইনজীবীরা জয়লাভ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা বার কার্যালয় থেকে নির্বাচন পরবর্তী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ১৯৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট নাজমুল হক ১৮৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শাহাদাত হোসেন ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট বাবলু ১৮৪ ভোট পেয়েছেন।
নিবার্চনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করে। বাকি ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা আইনজীবী পরিষদ জয়লাভ করেছে।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত সহ-সভাপতি পদে মো. আলী আকবর, সহ-সম্পাদক পদে জিএম সাইফুদ্দীন রাশেদ ও শেখ মো. আবুল হান্নান চৌধুরী, সদস্য পদে মো. আবদুর রহমান মনজু, মো. জাকের হোসেন রহিম, মোহাম্মদ আলী শহীদ ও মোরশেদুর রহমান পারভেজ।
অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কেশব রঞ্জন নাথ, কোষাধ্যক্ষ পদে আবদুল করিম বাবুল, সদস্য পদে তারিকুল ইসলাম রিপন, মো. সামছুদ্দীন বাহার, মো. আশরাফুল ইসলাম মাসুদ ও অভিজিৎ শীল।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে নিবার্চনের ফলাফল ঘোষণা করেন নিবার্চন কমিশনার অ্যাডভোকেট সামসুল আলম। ৪০৩ জন ভোটারের মধ্য ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষ হয়। রাত ৮টায় ভোট গণনা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫