লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রলিচাপায় ইসলাম উদ্দিন বাপ্পি (২৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।
বাপ্পি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক লক্ষ্মীপুর আলো’র রায়পুর প্রতিনিধি এবং রায়পুর টিউলিপ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
সহকর্মীরা জানায়, দুপুরে বাপ্পি মোটরসাইকেলে করে রায়পুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে বাসাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে, চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫