ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজদের খোঁজে রাতেও উদ্ধার অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নিখোঁজদের খোঁজে রাতেও উদ্ধার অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাই বাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান চলবে।
জাহাজের সার্চ লাইটের আলোতে রাতে উদ্ধার অভিযান চালাবে কোস্টগার্ডের একটি ডুবুরি দল ও নৌবাহিনীর সদস্যরা।

এদের পাশাপাশি থাকবে স্থানীয় স্বেচ্ছাসেবী একটি দল।  

কোস্টগার্ডের উদ্ধার যান তানভীর ও তৌহিদ এবং নৌ-বাহিনীর উদ্ধার যান অতন্দ্র ও অপরাজেয় জাহাজ সারারাত ঘটনাস্থলের আশেপাশে টইলে থাকবে। কোস্টগার্ডের ২টি হাইস্পিড বোট মেটাল শার্ক এবং স্থানীয় দুটি ফিশিং ট্রলারও সারারাত নিখোঁজদের সন্ধান করবে।

চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা এম. রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বিরতিহীনভাবে উদ্ধার অভিযান চলবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি পয়েন্টে দেড়শ’ যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে
যাওয়া ট্রলারসহ ৪২ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** পুলিশের কাছে মরদেহ হস্তান্তর
** মৃতদেহ নেওয়া হচ্ছে কুতুবদিয়ায়
** সাত মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযানে চার জাহাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।