ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় দেয়াল ধসে সাগর (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর চাঁদপুর জেলার হাইমচরের সুলতান আহমেদের ছেলে। তিনি রায়েরবাগ দ্বিতীয়তলা মসজিদ এলাকার ভাড়া বাসায় থেকে রংমিস্ত্রির কাজ করতেন।
নিহত সাগরের বন্ধু জনি বাংলানিউজকে জানান, বিকেলে বাসার কাছে একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে বসে কথা বলছিলেন তারা। ওই দেয়াল থেকে নামার সময় হঠাৎ করে তা ধসে পড়ে।
পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫