লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট থেকে এক পিকআপ জাটকাসহ আটক ৭ জনের এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো.পিয়ারুল, মো. সবুজ, মো. খোকন, আবু তাহের, আবদুর রশিদ, বিল্লাল হোসেন, চালক রফিকুল ইসলাম। এদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি বাগেরহাট ও অন্যরা সবাই ভোলা জেলার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ বাংলানিউজজকে জানান, শুক্রবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি প্রায় ৩০ মণ জাটকাসহ তাদের আটক করা হয়। পরে জাটকাগুলো এতিমখানা ও দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও মজুচৌধুরীহাট কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জেবল হক।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫