ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ট্রাকচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
গজারিয়ায় ট্রাকচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জলি সাহা (৪৮) নামে এক নারী মারা যান।



এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হন।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ভূট্টাবাহী একটি ট্রাক ঢাকা থেকে ছেড়ে কুমিল্লা যাচ্ছিল। পথে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশার ওপর পড়ে। এ সময় ট্রাকচ‍াপায় অটোরিকশাগুলোতে থাকা এক শিশু ও দুই ব্যক্তি নিহত হন।

এছাড়া দুই নারী ও তিন পুরুষ আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অঞ্জলি সাহা নামে এক নারী সন্ধ্যায় মারা যান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** গজারিয়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।