ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যখনই সংকট তখনই গণজাগরণ মঞ্চের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
যখনই সংকট তখনই গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যখনই দেশে কোনো সংকট দেখা দেবে তখনই গণজাগরণ মঞ্চ কর্মসূচি দেবে ও দেশের মানুষের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ‘দেশব্যাপী রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর ও সমাবেশে’ একথা জানান।



ইমরান এইচ সরকার বলেন, দেশে চলমান সহিংসতা বন্ধ করে স্থিতি অবস্থা ফিরিয়ে আনতে ও শান্তি বজায় রাখতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। রাজনীতির নামে ধারাবাহিক সহিংসতা চলছে। বাস-ট্রাকসহ যানবাহনে পেট্রোলবোমা মারা হচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়ছে পোড়া মানুষের গন্ধ। স্বজনহারাদের কান্না যেন দিন দিন বেড়েই চলছে।

দেশের সংকটময় ম‍ুহূর্তে জনগণকে আবার জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চ শাহবাগে টানা অবস্থান কর্মস‍ূচি পালন করবে। যখনই দেশের সংকট তখনই গণজাগরণ মঞ্চের কর্মসূচি থাকবে।

সহিংস আন্দোলন বন্ধ না হওয়া পর্যেন্ত গণজারণ মঞ্চের কর্মীরা ঘরে ফিরবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ, জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর ও সমাবেশ কর্মসূচির উদ্বোধন করেন খ্যাতিমান ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

গণস্বাক্ষর গ্রহণ ও সমাবেশের পাশাপাশি মোমবাতি প্রজ্বলন ও গণসঙ্গীত পরিবেশিত হয়। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ গণস্বাক্ষর কর্মস‍ূচি চলবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বাইরে দেশব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে বলেও জানান ইমরান।

গণস্বাক্ষর গ্রহণ শেষে আগামী ২৬ মার্চ ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন-অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই আমাদের অঙ্গীকার’ শিরোনামে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার বরাবর হস্তান্তর করা হবে বলে বাংলানিউজকে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।