ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় কামাল খন্দকার (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় অপর দুই আরোহী আহত হয়েছেন।


 
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চিনাইর এলাকায় ঢাকা-আগরতলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত কামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মৌড়াইল এলাকার বাসিন্দা।  
 
আহতরা হলেন- শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মদন মিয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান (৩২) ও মেড্ডা মোদকবাড়ি এলাকার বাসিন্দা রাশেদ মিয়া (৩৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিনাইর এলাকায় আখাউড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক কামাল ঘটনাস্থলেই মারা যান।  
 
এ সময় অপর দুই আরোহী গুরুতর আহত হন। তাদের প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের ঢাকায় স্থানান্তর করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।