বরিশাল: বরিশালের গৌরনদীর আঁড়িয়াল খা নদে মানসী লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবারা সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মানসী লঞ্চের কেরানি হুমায়ন কবির বাংলানিউজকে জানান, উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাট এলাকা অতিক্রমকালে নদের পাড় থেকে লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে লঞ্চের দোতলার ডেকের জানালার একটি পর্দা পুড়ে যায়। এ সময় লঞ্চের দেড়শতাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, পেট্রোল বোমায় লঞ্চের পর্দার সামান্য অংশ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫