ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা। বিকেলে ২০দলের টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পর রাতে বাসে এ আগুন দেওয়া হলো।



শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ডিউটি অফিস‍ার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার ‍আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।