ঢাকা: যারা অবরোধ ও আগুনে মানুষ পুড়িয়ে হত্যাকাণ্ড চালিয়ে দাবি আদায় করতে চাচ্ছে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
পরিস্থিতি এখন কন্ট্রোলের মধ্যে রয়েছে বলেও এসময় জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে প্লাস্টিক ব্যবসায়ীদের কয়েকজন তাদের বক্তব্যে অবরোধের কারণে ক্ষতির বিষয়টি তুলে ধরেন ও সমাধানের তাগিদ দেন।
জবাবে মন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছেন ভালো, কিন্তু কীসের সংলাপ! আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করায় সংলাপে বসলে ভবিষ্যতে রাজনৈতিক দাবি আদায়ে এ রকম হত্যাযজ্ঞের পথ বেছে নেওয়া প্রথা হয়ে যাবে, যা রাজনীতির জন্য শুভ নয়।
আমু বলেন, গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। খালেদা জিয়াকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তারা আসেননি। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন হয়েছে, এখন আবার কীসের সংলাপ।
দেশের অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণ ঘটছে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে এসেছে।
তিনি আরও বলেন, প্লাস্টিক শিল্প দেশের অর্থনীতিতে বিকাশমান একটি খাত। এ খাত রাষ্ট্রীয় কোষাগারে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। প্লাস্টিক শিল্প সম্প্রসারণের জন্য আলাদা শিল্প নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে ৫০ একর জমির ওপর এ শিল্প নগরী স্থাপন করা হবে।
এছাড়াও প্লাস্টিক শিল্পখাতের প্রতিনিধিত্বশীল অ্যাসোসিয়েশনকে পদাধিকার বলে সিআইপি (শিল্প) হিসেবে অন্তর্ভুক্তকরণ দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫