ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ঝিনাইদহে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকায় চালভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি খাদে পড়ে চালক উৎপল কুমার আহত হয়েছেন।



শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন আজাদ বাংলানিউজকে জানান, চালভর্তি ট্রাকটি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে গোয়ালপাড়া বাজারে যাচ্ছিল।

পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় চালক ও হেলপার লাফ দিলে নিচে পড়ে। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।