ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁও-শাহজাদপুর ও রাজশাহীতে বাসে আগুন, দগ্ধ ৬

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
খিলগাঁও-শাহজাদপুর ও রাজশাহীতে বাসে আগুন, দগ্ধ ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজাধানীর খিলাগাঁও, শাহজাদপুর ও রাজশাহীর পুটিয়ায় দু’টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ ও হরতাল সমর্থকরা। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ছয়জন।



শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পৃথক এ ঘটনা ঘটে। বিকেলে ২০ দলের টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পর সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে এ আগুন দেয় অবরোধ-হরতাল সমর্থকরা।

দগ্ধরা হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৫০), বেলায়েত হোসেন (২৫), ফটোকপি মেশিন মেরামতকারী জীবন (২০), মোহাম্মদ রাজু (২২) ও স্যারিটারি মিস্ত্রি বাদশা মিয়া (৫৫)।

অগ্নিদগ্ধ জীবন বাংলানিউজকে জানান, যাত্রাবাড়ী থেকে তুরাগ পরিবহনে রামপুরা যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে কয়েকজন পেছন থেকে বাসে আগুন ধরিয়ে দেয়।

‘আগুন জ্বালানোর জন্য তারা আগে থেকেই যাত্রী বেশে বাসে উঠেছিল’—বলেন তিনি।

এ ঘটনায় দগ্ধ জামাল উদ্দিন বলেন, সায়েদাবাদ থেকে দাওয়াত খেয়ে রামপুরায় ফিরছিলাম। এসময় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে আমার স্ত্রীও দগ্ধ হয়। কিন্তু তাকে উদ্ধার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানি না।

এদিকে রাত সোয়া ৯টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় একই পন্থায় একটি ৬ নম্বর বাসে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে খিলগাঁও এবং নতুন বাজার ফায়ার স্টেশনের  দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

দগ্ধদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়ায় খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুড়ে গেছে ট্রাকের বেশ কিছু খড়।

রাজশাহী পুঠিয়া সদর দমকল বাহিনীর ফায়ারম্যান আহসানুল হক জানান, গোদাগাড়ী থেকে খড় বোঝাই করে ট্রাকটি (যশোর ট-৪০০) নাটোরের বনপাড়ায় যাচ্ছিলো। পুঠিয়া ফায়ার সার্ভিসের সামনে এলে ট্রাকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। পরে স্থানীয় লোকজন দেখে ট্রাকটি থামায়। এসময় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। এতে বেশ কিছু খড় পুড়ে গেছে। তবে ট্রাকের কোনো ক্ষতি হয়নি। কোথায়, কখন, কারা ট্রাকে আগুন দিয়েছে তা টের পায়নি চালক।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, সামান্য কিছু খড় পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে চালক ট্রাক নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫/আপডেট: ০১১৩ ঘণ্টা

** পুঠিয়ায় খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন
** খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।