ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আমি পেট্রোল বোমায় মরতে চাই না, কারণ…(ভিডিও)

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
আমি পেট্রোল বোমায় মরতে চাই না, কারণ…(ভিডিও)

ঢাকা: তরুণীটি দিনভর সাজগোজ নিয়ে ব্যস্ত থাকেন। পছন্দ করেন প্রিয় বন্ধুর সঙ্গে ঘুরে বেড়ানো, ক্যাম্পাসময় হইহুল্লোড় আর সেলফি তুলে সময় কাটাতে।



এক তরুণ যে পাগলের মত ভালোবাসে তার প্রেয়সীকে। তার সঙ্গে সারাক্ষণ ফোনালাপ আর স্বপ্ন দেখে প্রেয়সীকে নিয়ে ঘর বাঁধার।

একজনের কাছে পিৎজার চেয়ে মজাদার খাবার দুনিয়াতে নেই। অন্যজনের বন্ধুটিকে ছাড়া একমুহ‍ূর্তও চলবে না। বন্ধু ছাড়া নেচে-গেয়ে মাতিয়ে রাখার কেউ থাকবে না।

অতি সাধারণ স্বপ্নগুলো আঁকড়েই বাঁচতে চান তারা। চান স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। কিন্তু পেট্রোল বোমার আগুনে পুড়ে মরতে চান না কেউই।

ক্ষমতা দখলের নামে যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার নেশায় মেতেছে তাদের প্রতি এ আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর।

মাত্র দেড় মিনিটের একটি ভিডিও চিত্রের মাধ্যমে নিজেদের এ আবেদন তুলে ধরেছেন তারা।

‘আমি পেট্রোল বোমায় মরতে চাই না, কারণ…’ শিরোনামে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ইউটিউবে আপলোড করা হয় ভিডিওটি।

আমরা সাধারণ মানুষ। তেমনি সাধারণ আমাদের স্বপ্নগুলোও। আমরা স্বাভাবিক ম‍ৃত্যু চাই, কারো হিংসার আগুনে পুড়তে নয়। চাই না আর একটিও পেট্রোল বোমা নিক্ষেপ হোক। বন্ধ হোক মানুষ মারার এ অসুস্থ রাজনীতি। ভিডিওচিত্রটির মাধ্যমে এ কথাগুলোই বলতে চেয়েছেন তারা।

দেশজুড়ে যখন পেট্রোল বোমার আগুনে মানুষ পুড়িয়ে মারার উৎসব চলছে, তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চলছে পুড়ে যাওয়া মানুষের আর্তচি‍ৎকার, স্বজন হারানোর মাতম।

যখন সর্বত্রই এক অজানা আতঙ্ক। ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা নির্মাণ করেছেন এ ভিডিও চিত্রটি।

ভিডিওচিত্রের চিন্তাটি প্রথম মাথায় আসে ২য় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা জামান সিঁথির। দৃশ্যধারণ থেকে শুরু করে, সম্পাদনা ও আপলোড, পুরো দায়িত্বই পালন করেছেন তিনি।

ভিডিওচিত্রটিতে অভিনয় করেছেন ইশরাতুল জাহান, আহনাফ তাহমিদ, মোস্তফা মোহাম্মদ তাহান, শরফরাজ খান জয় ও ইয়াসির আরাফাত তুর্য। যারা সবাই সিঁথির সহপাঠী।

ভিডিওটির নির্মাণ প্রসঙ্গে ওয়াহিদা জামান সিঁথি বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধে ক্লাস ঠিকমত চলছে না। এ অবসরে ক্যাম্পাসে আড্ডা দিয়েই সময় কাটাই।

বন্ধুদের বললাম, দেশ জুড়ে চলমান সহিংসতার বিরুদ্ধে আমাদের কিছু করা দরকার। ওরাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আর ভিডিওচিত্রের মাধ্যমে তৈরি হলো আমাদের এ আবেদন।



বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।