ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিহত ৪ জনের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নিহত ৪ জনের পরিচয় মিলেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাই বাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে নিহত ৭ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় মিলেছে।

এরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মামেন পুরের মোল্লাপাড়ার মো. সাত্তার শেখের ছেলে মো.সুইট শেখ (২৪), একই জেলার গোবিন্দপুরের দুলু শেখের ছেলে আমজাদ শেখ (২৮), নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার গ্রামের মাহবুব রানা (২৭) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক(২৫)।


তবে, শুক্রবার রাত ৯টা পর্যন্ত বাকি ৩ জনের পরিচয় জানা যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, বাকি নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি পয়েন্টে দেড়শ’ যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪২ জনকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। পরে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** শনিবার সকালে মৃতদেহ আনা হবে কক্সবাজারে
** নিখোঁজদের খোঁজে রাতেও উদ্ধার অভিযান
** পুলিশের কাছে মরদেহ হস্তান্তর
** মৃতদেহ নেওয়া হচ্ছে কুতুবদিয়ায়
** সাত মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযানে চার জাহাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।