ঢাকা: রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে পরপর ২টি ককটেল বিস্ফোরণে দুই পরিবহন ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার কিছু পর এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন, মুনির আহমেদ (৪২)। তার ডান হাতের বাহুতে গুরুতর আঘাত লেগেছে। মোহাম্মদ জীবন (৩০)। তার কানে আঘাত লেগেছে।
জানা যায়, মুনির আহমেদ বসুমতি পরিবহনের জিএম ও মোহাম্মদ জীবন সেই পরিবহনের ম্যানেজার।
আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫