ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
পুঠিয়ায় খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে পুড়ে গেছে ট্রাকের বেশ কিছু খড়।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী পুঠিয়া সদর দমকল বাহিনীর ফায়ারম্যান আহসানুল হক জানান, গোদাগাড়ী থেকে খড় বোঝাই করে ট্রাকটি (যশোর ট-৪০০) নাটোরের বনপাড়ায় যাচ্ছিলো। পুঠিয়া ফায়ার সার্ভিসের সামনে এলে ট্রাকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। পরে স্থানীয় লোকজন দেখে ট্রাকটি থামায়। এসময় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। এতে বেশ কিছু খড় পুড়ে গেছে। তবে ট্রাকের কোনো ক্ষতি হয়নি। কোথায়, কখন, কারা ট্রাকে আগুন দিয়েছে তা টের পায়নি চালক।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, সামান্য কিছু খড় পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে চালক ট্রাক নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।