ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গার্মেন্টে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নারায়ণগঞ্জে গার্মেন্টে আগুন ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রপ্তানিমুখি একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানায় শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক।

আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ফতুল্লার কাঠেরপুল এলাকাতে নেপেল নিটওয়্যার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ফতুল্লা ফেব্রিক্স নামে একটি গার্মেন্ট কারখানার ভবনের পঞ্চম তলায় নেপেল নিটওয়্যার। শুক্রবার ছুটির দিনে কারখানায় কোনো লোকজন ছিল না। রাত পৌনে ৯টায় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ তৈরি পোশাক ও মেশিনারিজ পুড়ে যায়।

কারখানা মালিক মিজানুর রহমান জানান, আগুনে শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নিভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে মামুন, সাইদুল, রাব্বি ও শাওন এর পরিচয় পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।