আশুলিয়া (ঢাকা): পোশাক শ্রমিক নির্যাতনের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় জখম হয়েছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু শামা মৃধা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ইয়ারপুর নরসিংহপুর সরকার মার্কেটের পাশে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বেশ ক’দিন ধরেই এলাকার কিছু বখাটে যুবক চাঁদা দাবিতে পোশাক শ্রমিকদের শারীরিক নির্যাতন করছিলো। ভুক্তভোগীরা বিষয়টি আবু শামাকে জানালে তিনি এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বখাটেদের পরিবারে অভিযোগ জানান এবং বিচারের উদ্যোগ নেন।
এই খবর পেয়ে সোহেল, আজিজ, রানা, রনজুসহ বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে মেম্বর’কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় বাবাকে বাঁচাতে তার এসএসসি পরিক্ষার্থী মেয়ে সুর্বনা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে বখাটেরা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫