কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে অগ্নিকাণ্ডে সাতটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগু ন নিভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫