ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ পারাপারের সময় বেনাপোলে আটক ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
অবৈধ পারাপারের সময় বেনাপোলে আটক ১৮ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় ১৮ জন বাংলাদেশি নারী,পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।



শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার নির্মল বৈরাগীর ছেলে জগুল বৈরাগী (১৮), মনরঞ্জনের ছেলে উত্তম পাটোয়ারী (১৯), রনজিত বালার মেয়ে সুজন বালা (১৯), মৃতঞ্জয় বালার ছেলে সজিব ঘোষ (২০), মনিন্দ্র ঘোষের ছেলে মনোষ ঘোষ (২৮), যশোরের আমিন ধাবকের ছেলে নুরুজ্জামান (৩০), বিল্লালের ছেলে সুজন (২০), আতিয়ারের ছেলে ইব্রাহীম (৪৫), নীলকন্ঠ মল্লিকের ছেলে অবুজ মল্লিক (৩৫), মধুসুদন মন্ডোলের স্ত্রী সপ্না মণ্ডল (২৭), শিশু উৎসব মণ্ডল(০৩),  বাগেরহাটের আশ্বিন কুমারের ছেলে অশোক কুমার (২৬), বৈদ্য দাসের স্ত্রী লাবনী দাস (২৬), শিশু সুসমিতা(১১), উৎসব (১৪), নড়াইলের চিত্র বিশ্বাসের ছেলে মিহির বিশ্বাস (২৪), মিহিরের স্ত্রী সরমিষ্টা (২৫) ও সুরেশ রায়ের ছেলে নিখিল রায় (৫৯)।

পুলিশ জানায়, ভারতে চিকিৎসা ও বেড়ানোর জন্য দালালের মাধ্যমে তারা পাসপোর্ট ছাড়া সীমান্ত পথে ভারত ও বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরআলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।