ঢাকা: রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি সোনাসহ দুই যুবককে আটক করেছে দুরুস সালাম থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানয়ারি) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন-নুর নবী (২৭) ও মিনহাজুল হক মিনাল (২৮)।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বাংলানিউজকে জানান, ওই দুই যুবক জানিয়েছে তারা সোনা বহন করে জয়পুরহাটে নিয়ে যাচ্ছিলো। তবে কার কাছে নিয়ে যাচ্ছিলো তা জানা যায়নি।
এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫