ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ, চালক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের জানালার কাঁচ মাথায় ঢুকে চালক সুমন (৩৪) নিহত হয়েছেন।



শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এর আগে, রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ মহাসড়কের মান্দারীর কাছিদ বাড়ির সামনে দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ করে।

বাস মালিক মো. আবদুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাস চালক সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বাসিন্দা।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে আশিক পরিবহনের (ঢাকা মেট্রো-১৭-০৭০২) যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে মান্দারীর কাছিদ বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বাসে বোমা নিক্ষেপ করে। তবে নিক্ষিপ্ত বোমাটি বিস্ফোরিত হয়নি। বোমার আঘাতে বাসের জানালার কাঁচ ভেঙে চালকের মাথায় ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নোয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আঘাতে চালকের মস্তক বেরিয়ে যায় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎস্যক চিন্ময় সাহা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছোড়া বোমাটি বিস্ফোরিত না হওয়ায় বাস যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছে।

বাংলাদেশ সময়:০১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।