ঢাকা: ৫ দিনের সফরে থাই ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঢাকা আসছেন।
শনিবার (৩১ জানুয়ারি) তারা ঢাকায় পৌঁছে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।
সংগঠনগুলো হলো- বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীক সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কর্মাস (ডিসিসিআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস (এমসিসিআই)।
এছাড়া চট্টগ্রাম সফরেরও পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলটির।
বৈঠক শেষে প্রতিনিধি দলটির ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫