নাটোর: নটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় বেলাল জামাদার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুইজন আহত হন।
শনিবার সন্ধ্যায় নাটোর-ঢাকা মহাসড়কের কালিকাপুর কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলাল জামাদার বড়াইগ্রাম উপজেলার চরনোটাবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাবনা থেকে নাটোরগামী চাল বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলেই একজন নিহত হন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫