ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ভোলা: ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদের মধ্যে ৮ বিএনপি এবং ৪ পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।


 
নির্বাচনে সভাপতি পদে বিএনপির প্যানেলের অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ  সমর্থিত অ্যাডভোকেট অতিন্দ্র লাল ব্যানার্জি পেয়েছেন ৫৯ ভোট।
 
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. ফিরোজ কিবরিয়া। তিনি পেয়েছেন ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট নুরুল আমিন প‍ান ৬৬ ভোট।

এছাড়া সহসভাপতির পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. ইউসুফ মিয়া (৭১ ভোট) ও আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. এনামূল হক (৬৯ ভোট) পেয়ে জয়ী হন।
 
যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাড. রেজাউল করিম ও আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. আবুল কাসেম।

অন্যান্য পদের মধ্যে পাঠাগার পদে বিএনপি সমর্থিত অ্যাড. মো. শফিউল্ল্যাহ ও অ্যাড. রমিজ উদ্দিন, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. ইলিয়াস সুমন, সদস্য পদে অ্যাড. মো. তৈয়ব বিজয়ী হয়েছেন। অন্যদিকে সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. মো. বশির উল্ল্যাহ ও অ্যাড. মাহাবুবুল হক লিটু নির্বাচিত হয়েছেন।

এরআগে জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করেন অ্যাড. কার্ত্তিক চন্দ্র সাহা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।