খুলনা: খুলনায় কয়লাবাহী ট্রাকে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর মতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকের চালক জাকির হাওলাদার বাংলানিউজকে বলেন, নগরীর কাস্টমঘাট এলাকা কয়লা নিয়ে তিনি রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন। পথে মতিয়াখালী এলাকায় তিনি ট্রাক থামান। এর কিছুক্ষণ পরই তিনি দেখেন ট্রাকে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুনে নেভানো হয়। আগুনে ট্রাকের বেশ কিছু অংশ পুড়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫