চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় বাস চাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম টাঙ্গাইল জেলার সদর উপজেলার পিটুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার পুরানাপল্টন এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫