ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, আহত ২০

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সাভারে যাত্রীবাহী বাসে আগুন, আহত ২০ ফাইল ফটো

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় দুই বাসযাত্রী দগ্ধসহ আহত হয়েছে অন্তত ২০জন।



শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসযাত্রীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের যাত্রীবাহী বাসটি সাভার উলাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এসময় বাসটিতে আগুন ধরে গেলে সুজন মিয়া নামের একজনসহ দু’জন বাসযাত্রী অগ্নিদগ্ধ হন। বাস থেকে নামতে গিয়ে আহত হন অন্তত ২০জন। আহতদের প্রাথমিক চিকিৎসাসহ দগ্ধ বাসযাত্রী সুজন মিয়াকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দূরপাল্লার বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।