বগুড়া: বগুড়ায় আলুবোঝাই একটি ট্রাক ও সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে, শনিবার রাতে বগুড়ার তিনমাথা এলাকায় হরতাল সমর্থনে বের করা একটি মিছিল থেকে পিকেটারদের ধাওয়ায় ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।
জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তা বগুড়া সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫