ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় যাত্রীবাহী দুটি বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
কুমিল্লায় যাত্রীবাহী দুটি বাসে আগুন ফাইল ফটো

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী জোনাকি ট্রান্সপোর্ট ও এস আলম পরিবহনের (চট্ট মেট্রো-ব-১১-০৫৮৩) যাত্রীবাহী দুটি বাসের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনার পর বাস দুটির চালক ও যাত্রীরা নেমে পড়েন। এরপর বাস দুটিতে আগুন দেয় তারা।

খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবুল বাশার ঘটনার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।