দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর বাজার এলাকায় একটি মালামালবোঝাই ট্রাকে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় ট্রাক চালক দগ্ধ হয়েছেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরবাজারে এ ঘটনা ঘটে।
দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ-বগুড়া মুখি একটি মালবোঝাই ট্রাক শহরের পৌর বাজার এলাকায় আসলে হরতাল-অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে গাড়ির বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। এসময় ট্রাক চালক দ্রুত নেমে যাওয়ায় হালকা দগ্ধ হয়েছেন। তবে ট্রাকটির বেশ খানিকটা ক্ষতি হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫