যশোর: যশোরে চালবাহী ট্রাক ও প্রাইভেটকারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এতে ট্রাক চালক নাজিম উদ্দিন (২৫) গুরুতর আহত হয়েছেন এবং প্রাইভেটকারটি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট গাজীর দরগা এলাকায় এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, আহত নাজিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোনোরেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জব্বার। বর্তমানে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে বলেন, একটি চালবোঝাই ট্রাক ও একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এতে উভয় যানবাহনে আগুন ধরে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রীরা নেমে দৌড় দেয়। তবে ট্রাকের চালক নামতে গিয়ে আহত হয়।
এদিকে, আগুনের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আহত নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সাতক্ষীরা থেকে ট্রাকে চাল নিয়ে ফরিদপুরের মধুখালী এলাকায় যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে যশোর সদর উপজেলার নতুনহাট-গাজীর দরগা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সামনে থাকা প্রাইভেটকার ও তার ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, অগ্নিসংযোগের ঘটনায় নাজিম আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
** বগুড়ায় আলুবোঝাই ট্রাক ও সিএনজিতে আগুন
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫