ঢাকা: চলতি অর্থ বছর অর্থাৎ জুন মাসের মধ্যেই মানিকগঞ্জে যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
এজন্য শনিবার (৩১ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা সরেজমিন পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, সদস্য এ.এম. নাঈমুর রহমান (দুর্জয়), মো. মাহবুব আলী এবং মানিকগঞ্জ সদরের স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক।
মো. মাহবুব আলী শনিবার রাতে বাংলানিউজকে জানান, মানিকগঞ্জের ৩টি স্থান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে একটি জায়গা, টাঙ্গাইল রোডের দিকে এবং ঘিওর মেডিক্যাল কলেজের পাশের জায়গা দেখা হয়েছে। এর মধ্য থেকে যে কোনো একটি জায়গায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে।
তিনি বলেন, জুনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাবে। তাই দ্রুততম সময়ের মধ্যেই এটা করতে হবে।
‘আমাদের রিপোর্ট প্রধানমন্ত্রীকে দিবো। তিনিই সিদ্ধান্ত নেবেন’ বলেও জানান তিনি।
পরিদর্শনকালে জানানো হয়, দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। স্থান নির্বাচন না হওয়ায় মানিকগঞ্জ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা যায়নি । কমিটি প্রস্তাবিত ৩টি স্থান পরিদর্শন করে স্থানীয় জনগণের মতামতের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই ৩টি স্থানের মধ্যে একটি স্থান নির্বাচন করে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে ।
পরিদর্শনের সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫