কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় টয়লেটের ট্যাংকির ভেতর থেকে আয়শা বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা মডেল থানার উত্তর বাহেরচর এলাকায় বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আয়শা বেগম ওই এলাকার ইউনুস মিয়ার স্ত্রী বলে জানা যায়।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যার পর উত্তর বাহেরচর এলাকার ইউনুসের বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে লাশ দেখা যাচ্ছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর চন্দ্রভানু নামে এক নারী জানান- এটি তার মেয়ে আয়েশা বেগমের লাশ। সে ৩/৪ দিন ধরে নিখোঁজ ছিল। এরপর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল আরও জানান, মৃত আয়েশার গলায় উড়না পেচানো ছিল। এলাকাবাসী ও নিহতের মায়ের অভিযোগ তার স্বামী তাকে হত্যা করে ট্যাংকির ভেতর ফেলে রাখতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে লাশ উদ্ধারের পর তার স্বামী বাড়ি থেকে পালিয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫