ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বাসে আগুন, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পিরোজপুরে বাসে আগুন, আটক ৩

পিরোজপুর: পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এছাড়া জেলার কাউখালীতে একটি ট্রাকের কাঁচ ভেঙে দেওয়া ও মঠবাড়িয়াতে ককটেল বিস্ফোরণ ঘটেছে তারা।

এদিকে, জেলার ভান্ডারিয়ায় নাশকতার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে।

পুরাতন বাসস্ট্যান্ডে (বরিশাল-জ-০৫০০০৮) যাত্রীশূন্য থামানো বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকরা। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাউখালীর নতুন বাজারের কাছে বরিশালগামী একটি ট্রাকের কাঁচ ভেঙে দেয় তারা।

এছাড়া, রাত ৮টার দিকে মঠবাড়িয়ার বাসস্ট্যান্ড ও এর আশপাশে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-অবরোধ সমর্থকরা।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।