ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বাস-ট্রাক-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রংপুরে বাস-ট্রাক-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের দমদমা এলাকায় ট্রাকের সঙ্গে নৈশকোচ-থ্রিহুইলার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল নয়টা ১০ মিনিটের দিকে রংপুর-ঢাকা-মহাসড়কের দমদমা এলাকায় নৈশকোচ-ট্রাক ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।



হতাহতরা থ্রিহুইলারের যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রবিন (৩৫) ও রংপুরের ধর্মদাসপুর এলাকার মতিন (২৩)।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি নৈশকোচ দমদমা এলাকায় প্রথমে একটি থ্রি-হুইলারটিকে চাপা দেয়। পরে একইভাবে দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলার থাকা এক যাত্রীসহ অপর এক পথাচারী নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আহত হয় আরো পাঁচজন।

এ সময় ঘাতক দুটি পরিবহনই পালিয়ে যায়।

পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এতে করে মহাসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফ্রেব্রুয়ার ০১, ২০১৫/আপডেটেড: ১৫৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।