ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দু’শতাধিক পোশাকশ্রমিক গণঅসুস্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সাভারে দু’শতাধিক পোশাকশ্রমিক গণঅসুস্থ

ঢাকা (সাভার): সাভারে একটি তৈরি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক আকস্মিকভাবে গণহারে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজফুলবাড়িয়া এলাকায় এ কে এইচ নামে একটি পোশাক কারখানায় এই গণঅসুস্থতার ঘটনা ঘটেছে।



ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

কারখানার পরিচালক সাদুল্লা সাজু বাংলানিউজকে জানান, অসুস্থ হওয়ার মতো কারখানায় কিছু ঘটেনি।

বিষয়টি মনস্তাত্ত্বিক হতে পারে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কারখানায় এসে শ্রমিকরা কাজে যোগদানের পর একে একে অসুস্থ হতে থাকেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত রিকশা-ভ্যান ও বাসে করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শতাধিক শ্রমিক ভর্তি করা হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. আনোয়ারুল কাদের নাজিম জানান, একযোগে এত শ্রমিক চিকিৎসা নিতে আসায় চিকিৎসক-সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।

তা সত্ত্বেও সবাইকে ঠিকমতো চিকিৎস‍াদানের আশ্বাস দেন তিনি।

কারখ‍ানার আশের পাশের ক্লিনিকগুলিতে রোগীদের ঠাঁই হচ্ছে না বলে জানান ওই কারখানার শ্রমিক মুখলেসুর রহমান।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।