ঢাকা: নিষেধাজ্ঞা অমান্য করে একাধিক আরোহী বহন করায় রাজধানীর শাহবাগে চার মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ট্রাফিক পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ এলাকায় দায়িত্বরত সার্জেন্ট প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা করেন।
এ সময় মোটরসাইকেলগুলোর কাগজও জব্দ করা হয়।
দায়িত্বরত সার্জেন্ট টুকু বাংলানিউজকে বলেন, একাধিক আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচলে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের এ ব্যবস্থা।
মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে গত ২২ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করে সরকার। ওইদিন দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫