ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
গাংনীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৬৯ পুরিয়া হেরোইনসহ রেজাউল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ধলার মোড়ে রেজাউল হকের গার্মেন্টস দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল।



আটক রেজাউল হক গাংনী উপজেলার রামকৃষ্ণপুর দলা গ্রামের মুকুর আলীর ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি রমজান আলী জানান, রেজাউল হককে এর আগেও মাদক বিক্রির দায়ে আটক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।