রংপুর: রংপুর মহানগরের আলমনগরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দিন আম্মেদ ঝন্টু।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরের এ দুর্ঘটনার পর বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলম নগরের ওই মসজিদের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন রসিকের প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী প্রমুখ।
দুপুরের ওই দুর্ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সবাই শ্রমিক বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থাই খুবই আশঙ্কাজনক। তাদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
** রংপুরে নির্মাণাধীন মসজিদ ছাদধস, উদ্ধার ৮
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫