ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘খালেদা বিষধর সাপ’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
‘খালেদা বিষধর সাপ’

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে জাসদের কার্যকরী সদস্য ম‍াঈনুদ্দিন খান বাদল বলেছেন, বিষধর সাপের কাছে ছোবল না মারার আবেদন করে লাভ নেই।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।


 
বাদল বলেন, বিষধর সাপের কাছে ছোবল না মারার আবেদন করে লাভ নেই। এই সংসদ যদি মনে করে খালেদা গণতান্ত্রিক নেত্রী নন, সন্ত্রাসীর নেত্রী হিসেবে তাকে চিহ্নিত করে। তবে কথা বলে লাভ নেই, তার (খালেদার) বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন?
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যদি সন্ত্রাসের কাছে আত্মসর্মপন করেন তবে এই বিষয়টি প্রতিষ্ঠিত হবে যে সন্ত্রাসী, বোমাবাজি করে দাবি আদায় করা সম্ভব। আগামীতে এটা আরও বেড়ে যাবে।
 
এ সময় তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, আপনি বললেন যেকোন মূল্যে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন, তাহলে বন্ধ করলেন কেন?

খালেদার বিরুদ্ধে ৪২টি খুনের মামলা:

সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, আশা করেছিলাম এসএসসি পরীক্ষার সময় হরতাল দেবেন না। খালেদা জিয়া একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছেন। খালেদা জিয়াকে বোঝানো হয়েছে, এক সপ্তাহ অবরোধ-হরতাল চালিয়ে গেলে এই সরকার পড়ে যাবে। বিএনপির নেতারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
 
তিনি আরও বলেন, হরতাল-অবরোধে যেসব মানুষ মারা হচ্ছে, এর দায়-দায়িত্ব খালেদাকেই নিতে হবে। এ পর্যন্ত হরতাল অবরোধে ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এই ৪২টি খুনের জন্য ৪২টি মামলা হবে খালেদার বিরুদ্ধে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।