ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৭৮ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
মেহেরপুরে ৭৮ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ

মেহেরপুর: মেহেরপুর ওয়াপদা মোড়ে কাঁচামাল বোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।



রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সদর টাউন ফাঁড়ি পুলিশের ইনচার্জ (টিআই) উপ-পরিদর্শক মাহবুব হোসেন ওয়াপদা মোড় এলাকায় চেকপোস্ট বসান। এ সময় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কাঁচামাল বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-অ ১১-২৯৯৯) থামতে ইঙ্গিত দেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার পালিয়ে যান।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পায়ের নিচ থেকে ৭৮ বোতল ফেনসিডিল পাওয়া গেলে ট্রাকটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।