ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন

ঢাকা: সারা দেশে চলমান হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সংসদের চিকিৎসক ও এমপিদের একটি জোট।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১২টা থেকে একটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অন্যান্য পেশার মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।