ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৮৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজশাহীতে ১৮৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহী: রাজশাহীর পবায় ইট বোঝাই ট্রলি থেকে এক হাজার ৮শ’ ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে পবার দর্শনপাড়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে পুলিশ ফেন্সিডিলগুলো উদ্ধার করে।



এ ঘটনায় জাকিরুল নামে এক ট্রলিচালককে আটক করা হয়েছে। তিনি পবা উপজেলার মুরারিপুর জাঙ্গাল পাড়া গ্রামের বেনুর ছেলে।

ফেনসিডিলের চালানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ এলাকা থেকে নাচোল ও কাঁকনহাট হয়ে রাজশাহী মহানগরীর বাইপাস দিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ইটবোঝাই ট্রলিটি আটক করা হয়। ট্রলির নিচের পাটাতনে রাখা ছিল এক হাজার ৮শ’ ৩৬ বোতল ফেনসিডিল। ট্রলিসহ ফেনসিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও ট্রলিচালককে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে সিরাজগঞ্জসহ আশেপাশের জেলায় পাচার করে আসছিল।

দীর্ঘদিন ধরেই পুলিশ চক্রটিকে ধরার চেষ্টা চালাচ্ছিল বলে জানান ওসি।


বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।