ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
আলফাডাঙ্গায় শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধের কারাদণ্ড

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করায় আবুল কালাম আজদ (৫৫) নামের এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল খায়ের আজাদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড ঘোষণা করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।



আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহেব আলী জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বার বার ওই বৃদ্ধকে এলাকাবাসী সতর্ক করলেও হয়রানি বন্ধ করেননি আজাদ।

রোববার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বৃদ্ধ কুপ্রস্তাব দিলে শিশুটির চিৎকার করে। এ সময় এলাকাবাসী আজাদকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।