ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে জাহিদুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার বিকেল ৫টায় সীমান্তের ৩৭৮ পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটক জাহিদুল ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত তিন মাস আগে ভারতে গিয়ে সেখানে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন জাহিদ। রোববার বাড়ি ফেরার সময় ভারতের ১৫০ গজ ভেতরে বিএসএফ তাকে আটক করে।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জাহিদকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার সকালে দুপক্ষের পতাকা বৈঠক হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫